1. admin@amarsongbad24.com : admin :
  2. zihadononto15@gmail.com : Zihad Hokkani : Zihad Hokkani
গালাগাল-হুমকির' সত্যতা মিলেছে; সেই পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে - AMAR SONGBAD 24
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ মিয়া অপর বিদ্যালয়ে সভাপতি, নানা অনিয়মের অভিযোগ! গাইবান্ধায় প্রকৌশলী কল্যাণ সংস্থার উদ্যোগে বিশুদ্ধ ঠান্ডা খাবার স্যালাইন পানি বিতরণ জুয়া বসানোর অভিযোগে সাদুল্লাপুরে ইউপি মেম্বার আল-আমিনের বিরুদ্ধে মামলা! (ভিডিও ভাইরাল) সুন্দরগঞ্জের চরাঞ্চলে কর্মোক্ষম মানুষের মধ্যে খাদ্য সামগ্রী  বিতরণ ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগ সাংবাদিককে লাঞ্চিত করলেন মেয়র সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আলোচনা দোয়া ও ইফতার  সুন্দরগঞ্জে বারো জুয়াড়িসহ গ্রেফতার-১৩ সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত এক, গ্রেফতার দুই সুন্দরগঞ্জে স্কুল মাঠে ঝড়ে ভেঙে পড়া গাছ খেলাধুলা বন্ধ সুন্দরগঞ্জে রাস্তায় বাঁশের বেড়া ২৩ দিন ধরে অবরুদ্ধ ৪ পরিবার

গালাগাল-হুমকির’ সত্যতা মিলেছে; সেই পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে

জোষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৭

রংপুরে আদালতের বারান্দায় যমুনা টেলিভিশনের করেসপন্ডেন্ট জিল্লুর রহমান পলাশসহ গাইবান্ধার পাঁচ সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালা ও হুমকির ঘটনায় সাধারণ ডায়েরির (জিডি) তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।

জিডির তদন্ত কর্মকর্তা রংপুর কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিজন সাহা গত ২৫ জানুয়ারী রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে এই প্রতিবেদন জমা দেন।

রবিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা বিজন সাহা বলেন, বাদীর জিডির পরিপ্রেক্ষিতে সরেজমিন তদন্তে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নুরুন্নবী সরকারের বিরুদ্ধে কোতয়ালী থানায় নন এফ. আই. আর প্রসিকিউশন মামলা করে আদালতে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। দন্ডবিধির ৫০৬ ধারা পেনাল কোডে প্রসিকিউশন নং ৪৭/২৩ মামলাটি দায়ের হয়। 

এর আগে, পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে গেল বছরের ২ আগস্ট রংপুর কোতয়ালী থানায় জিডি করেন সাংবাদিক জিল্লুর রহমান পলাশ প্রাথমিক তদন্ত শেষে পুলিশ গত ৫ আগস্ট জিডিটি থানায় সাধারণ ডায়েরীভুক্ত করেন। ৩৭৭ নম্বরের ওই জিডিটি তদন্তের জন্য অনুমতি চেয়ে আদালতে পাঠান তদন্তকারী কর্মকর্তা এসআই বিজন সাহা। পরে গত ১৮ আগষ্ট জিডির তদন্তের নির্দেশ দেয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালত। 

জিডিতে উল্লেখ করা হয়, গত ২ আগষ্ট দুপুরে রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলার হাজিরা দিতে যান জিল্লুর রহমান পলাশসহ গাইবান্ধার পাঁচ সাংবাদিক। এসময় আদালতের বারান্দার ক্যান্টিনের সামনে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন মামলার বাদী পিআইও নুরুন্নবী। এক পর্যায়ে তিনি পলাশসহ অন্যদের ওপর মারমুখি হয়ে পড়েন। উচ্চস্বরে হাত ও আঙুল উঁচিয়ে বলেন, তোকে দেখে নেবো, তোকে এবার মজা দেখাবো। তুই ১৫০ বান্ডিলকে ৫২০ বান্ডিল দেখিয়ে মিথ্যা নিউজ করেছিস, তুই আমাকে হয়রানি করেছিস, এখন আদালতে এসে হয়রানী হ, ইত্যাদি। 

প্রসঙ্গত, ঘুষ-দুর্নীতির কারণে আলোচিত সুন্দরগঞ্জের সাবেক পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম। পরে তদন্তে আর্থিক দুর্ণীতিসহ নানা অভিযোগের প্রমাণ মেলায় বদলিসহ তার বিরুদ্ধে একাধিক বিভাগীয় মামলা করে লঘুদণ্ড দেয় অধিদপ্তর। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ১৬ অক্টোবর রংপুর আদালতে মানহানির অভিযোগে দুটি মামলা করেন তিনি।

More News Of This Category
All Rights Reserved © 2023 Amar Songbad
Developed By :: Sky Host BD